জোহরাতলা কালীমন্দির : মালদা || joharatala kali temple : Malda Podcast Por  arte de portada

জোহরাতলা কালীমন্দির : মালদা || joharatala kali temple : Malda

জোহরাতলা কালীমন্দির : মালদা || joharatala kali temple : Malda

Escúchala gratis

Ver detalles del espectáculo
কল্পনার মন খারাপ কারণ কলকাতা ছেড়ে তাকে মালদা চলে আসতে হয়েছে কর্মসূত্রে। তাই ওর মন ভালো করার জন্যই বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম মালদার জোহরাতলা কালী মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের চত্বরের আম বাগান দেখে কল্পনার মন তো বেজায় খুশি। চলো তোমাদের ও বলি এই মন্দিরের গল্প। তার আগে বলো তো মালদার এই মন্দিরের নাম আগে শুনেছ? বা দেখেছো এই মন্দির? মালদায় অনেকেই কিন্তু ছোট ট্রিপে আসে। মূলত মালদা এবং মুর্শিদাবাদ একসাথে একটা তিনদিনের ট্রিপ হয়। কিন্তু মালদায় এসে গৌড় আদিনা দেখেই কেটে যায় সময়। তাই মালদার মহানন্দা ব্রিজ বা জোহরাতলা কালীমন্দিরে কিন্তু খুব একটা ট্যুরিস্ট এর ভিড় দেখা যায় না। এই মন্দির প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন। অনেকের মতে এই মন্দির নাকি সেন রাজা বল্লাল সেনের আমলে তৈরি। আবার আর একটা মত জানায় জঙ্গলের মধ্যে ডাকাতদের ডেরা ছিল এই অঞ্চল। ডাকাতরা তাদের লুণ্ঠিত ধনরত্ন মাটির তলায় লুকিয়ে রাখতো। পরবর্তীতে সেই ধনভাণ্ডারের উপরেই তৈরি হয় এই মন্দির। সেই হিরে জহরত থেকেই নাম হয় জহরাতলা। তবে এখানে কিন্তু কোনো মূর্তির পুজো হয় না। একটা মাটির স্তুপ কে দেবী চণ্ডী রূপে পুজো করা হয়। আরো একটা বড় ব্যাপার হলো এই মন্দিরে কিন্তু শুধু হিন্দুরাই নন হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ পুজো দেন। বৈশাখ সারা বৈশাখ মাস জুড়ে শনি মঙ্গলবার করে বিশেষ পুজো হয় এই মন্দিরে তার সঙ্গে চলে মেলা। প্রচুর লোক সমাগম হয় এই সময়। চাইলে কিন্তু ঘুরে আসতেই পারো এই বৈশাখে। আগামী সপ্তাহ থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই বৈশাখী মেলা। ও হ্যাঁ কালীপুজো মানে কিন্তু মনে করবে না যে রাতে পুজো হবে। এই মন্দির এখানেও ব্যতিক্রম। এখানে পুজো হয় দিনের বেলা। সুয্যি পাটে যেতেই বিলকুল ফাঁকা হয়ে যায় মন্দির চত্বর। তাই বিকেলের পর গেলে পাওয়া যাবে না কিছুই। কিভাবে যাবে? কলকাতা থেকে ট্রেনে মালদা টাউন স্টেশনে নেমে স্টেশনের বাইরে এসে toto কে জহরাতলা কালীমন্দির বললেই নিয়ে চলে আসবে এখানে। ধর্মতলা থেকে বাসেও মালদা আসা যায় চাইলে। আর নিজেরা গাড়িতে এলে মালদা ইংরেজবাজার থানার জোহরাতলা ব্লক এ এই মন্দির। তাহলে আর কি সব বলেই দিয়েছি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো সবাই। সঙ্গে হেডফোন টা কিন্তু মাস্ট। কেমন লাগলো আমাদের এই ...
Todavía no hay opiniones