Episodios

  • Amake Harate dile - আমাকে হারাতে দিলে
    Apr 6 2022

    আমাকে হারাতে দিলে - সাদাত হোসাইন


    আমাকে হারাতে দিলে,

    নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর।

    একটা হিজল ফুলের গাছ,

    একটা শান্ত পুকুর ঘাট,

    ঘাটের পাশে পাখি,

    পাখির নামটি ডাহুক পাখি হলে,

    তাহার দুটি চোখ

    চোখের ভেতর মায়া,

    মায়ার ভেতর তোমার নামটি লেখা।

    একটা আদিগন্ত মাঠ, মাঠের পাশে ঘর, ঘরের পাশে একটা সজল দীঘি।

    অনন্ত এক কাব্যকথার রাত, রাতের ভেতর দিন, দিনের ভেতর তোমার আমার হাজার খেরোখাতায়, হাজার স্মৃতির ঋণ।

    একটা হাতের ছোঁয়া, ছোঁয়ার ভেতর ছায়া, ছায়ার ভেতর আটকে থাকা তুমি, তোমার সকল কান্না দহন দিন।

    চারদেয়ালের ভেতর হঠাৎ হাওয়া, হাওয়ার বুকে ঘুমপাড়ানি গান, গানের ভেতর মন।

    একটা অমল আকাশ, আকাশজুড়ে ইচ্ছেমত ওড়া, রাত পোহাবার বাঁশি।

    একটা অশত্থ গাছ, গাছের পাশে জলের কলরোল।

    ভালবাসার নহর।

    বুকের ভেতর নদী।

    এসব হারাও যদি?

    এই শহরটা জানে, এমন করে কনক্রিটের বুকে, আর কাঁপে না কেউ।

    কারো হৃদয় আর কাঁদে না, কেউ দেবে না আর, এমন মায়া মেখে।

    আমার ছোট্ট বুকের ভেতর কেবল, কাঁপতো হৃদয়, কাঁদতো ভীষণ, তোমায় ভালোবেসে।

    আর কে এমন, ভালোবাসার দামে, কিনবে তাহার প্রহর?


    আমাকে হারাতে দিলে, নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর।



    Hosted on Acast. See acast.com/privacy for more information.

    Más Menos
    3 m