Gurguripal nature camp || গুড়িগুড়িপাল নেচার ক্যাম্প, মেদিনীপুর ( Midnapore ) Podcast Por  arte de portada

Gurguripal nature camp || গুড়িগুড়িপাল নেচার ক্যাম্প, মেদিনীপুর ( Midnapore )

Gurguripal nature camp || গুড়িগুড়িপাল নেচার ক্যাম্প, মেদিনীপুর ( Midnapore )

Escúchala gratis

Ver detalles del espectáculo
নামটা দেখে মনে হচ্ছে তো এ আবার কোথায় রে বাবা! বলছি বলছি, আচ্ছা পশ্চিমবঙ্গে রিজার্ভ ফরেস্ট বললেই কি মনে আসে প্রথমেই? ডুয়ার্স এর কথা তাই তো? জঙ্গল, সাফারি, নেচার ক্যাম্প এসব মানেই প্রথমে মনে আসে ডুয়ার্স এর কথা তারপর আসে সুন্দরবন। কলকাতা থেকে শনি রবির ছুটিতে ডুয়ার্স যাওয়া সম্ভব নয়। অন্তত সঙ্গে আরো দুদিন তো লাগবেই ডুয়ার্স ঘুরতে গেলে। আর সুন্দরবন মানেই জলে জলে ঘোরাঘুরি। কিন্তু যদি এমন হতো যে জঙ্গলের ভিতর ক্যাম্প এ থাকাও হবে। জঙ্গলের বুনো স্বাদও পাওয়া যাবে আবার তার জন্য কলকাতা থেকে ওভার নাইট জার্নি ও করতে হবে না। তাহলে কেমন হতো? বেশ ভালো হতো তাই না? সেই দারুন ব্যাপারটাই এবার হাতের মুঠোয় চলে এসেছে। শনিবার সকাল সকাল বেড়িয়ে দুপুরের মধ্যেই জঙ্গলে পৌঁছে রাত্রি যাপন কোনো টেন্ট এ তারপর রবিবার সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করে বিকেলে বেরিয়ে রাতের মধ্যে নিজের বাড়ি। ভাবছেন তো কোথায়? আমাদের কলকাতার থেকে খুব কাছেই মেদিনীপুর এর জঙ্গলমহল। এটাতো সবার ই জানা। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম এর দিকে যেতেই জঙ্গলমহলের গুড়িগুড়িপাল ফরেস্ট। সেখানেই নতুন তৈরি হয়েছে থাকার জন্য নেচার ক্যাম্প। বেশ অনেকগুলো টেন্ট আছে থাকার জন্য। আর আছে দারুন খাওয়া দাওয়ার ব্যাবস্থা। ক্যাম্প ফায়ার ও করার ব্যবস্থা আছে। এই জঙ্গলমহলে ঘুরতে যাওয়ার আদর্শ সময় কিন্তু শীতকাল। বর্ষাকালেও খুব সুন্দর লাগে এই ফরেস্ট। এসি নেই টেন্ট এ। তাই এসি তে অভ্যস্ত জীবনে গরমকালে এখানে না যাওয়াই ভালো। তাহলে আর কি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হলো। কেমন লাগলো আজকের এই অল্প চেনা জায়গার গল্প সেটা জানাতে ভুলবেন না কিন্তু। ঝটপট WhatsApp করে ফেলুন 6289974012 নম্বর এ।
Todavía no hay opiniones